ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলির বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিলেন কুম্বলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
কোহলির বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিলেন কুম্বলে ছবি: সংগৃহীত

বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি হয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলপতি ফাফ ডু প্লেসিসের। এদিকে, একই অভিযোগে বেঁচে গেছেন ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলি। তবে, কোহলির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে।

ঢাকা: বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি হয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলপতি ফাফ ডু প্লেসিসের। এদিকে, একই অভিযোগে বেঁচে গেছেন ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলি।

তবে, কোহলির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামা ফাফ ডু প্লেসিসের মতো রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কোহলি ঠিক একই কায়দায় মুখে থাকা চুইংগামের লালা দিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন বলে ব্রিটিশ মিডিয়া অভিযোগ তোলে। অস্ট্রেলিয়ান মিডিয়ার বদৌলতে আইসিসি ডু প্লেসিসকে শাস্তির আওতায় আনলেও ব্রিটিশ মিডিয়ায় কোহালির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আমলে নেয়নি আইসিসি।

কারণ, ইংল্যান্ড দলের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। ব্রিটিশ একটি ট্যাবলডের বক্তব্য ছিল রাজকোট টেস্টে ভারত অধিনায়ক মুখ থেকে কিছু নিয়ে বলে বার বার লাগাচ্ছিলেন। যেটা মাঠের আম্পায়ার বা প্রতিপক্ষের খেলোয়াড়দের দৃষ্টিতে না আসলেও টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে।

রাজকোট টেস্ট হয়েছে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দল বল বিকৃতির অভিযোগ জানাতে পারবে ম্যাচ শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে। কিন্তু, ইংল্যান্ড দলের মতোই আম্পায়ার বা ম্যাচ রেফারি এই নিয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ব্রিটিশ মিডিয়ার সমালোচনা করে ভারতীয় কোচ কুম্বলে জানান, ‘প্রথমত মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর যতদূর জানি আম্পায়ার বা ম্যাচ রেফারি এই নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। এরকম একটা গল্পকে আমরা কোনোভাবেই বাড়তে দিতে পারি না। এটা নিয়ে চিন্তার কোনো কারণ দেখছি না। মানুষ যা ইচ্ছে বলতে পারে, যা ইচ্ছে অভিযোগ তুলতে পারে। তাতে কিছু যায় আসে না। তেমনি ব্রিটিশ মিডিয়া যা ইচ্ছে লিখতে পারে। আমার বিশ্বাস আমার কোনো ছাত্র এমন কিছু করেনি, করবে না। ’

এদিকে, ডু প্লেসিস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বল টেম্পারিংয়ের শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন প্রোটিয়া দলপতি। এই ইস্যুটি এখন তাই আবারো শুনতে হচ্ছে জুডিসিয়াল কমিশনারকে। শাস্তিস্বরূপ তাকে ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। প্রোটিয়া দলপতির পক্ষ নিয়ে কুম্বলে জানান, ‘এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা অসাধারণ খেলছে। অস্ট্রেলিয়াকে ইতোমধ্যেই ২-০তে হারিয়েছে। আর ঠিক এ সময় সফরকারী অধিনায়কের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ খুবই হাস্যকর। মিডিয়ায় একটা ছোট জিনিসকে বড় করে দেখানো হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।