ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে প্রত্যাশা ক্রীড়া চক্র ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রত্যাশা ক্রীড়া চক্র ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

 
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করা হয়।


 
অ্যাডভোকেট আনিসুর রহমান খান মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুব রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও অ্যাডভোকেট আলতাফুর রহমান খান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।