ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খাজার ব্যাটে ডু প্লেসিসের শতকের জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
খাজার ব্যাটে ডু প্লেসিসের শতকের জবাব ছবি: সংগৃহীত

অ্যাডিলেডে অনুষ্ঠিত দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান।

ঢাকা: অ্যাডিলেডে অনুষ্ঠিত দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাট করা প্রোটিয়াদের হয়ে শতক হাঁকান দলপতি ফাফ ডু প্লেসিস। ৪০ রান করে ওপেনার স্টিফেন কুক। ২৪ রান আসে ডি ককের ব্যাট থেকে। অজিদের হয়ে চারটি উইকেট তুলে নেন হ্যাজেলউড।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজি ওপেনার উসমান খাজা শতক হাঁকান। ১৩৮ রান করে অপরাজিত রয়েছেন তিনি। দলপতি স্টিভেন স্মিথ ৫৯ রান করে বিদায় নেন। ৫৪ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। ১৬ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক।

প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট তুলে নেন কাইল অ্যাবোট। একটি করে উইকেট দখল করেন কেগিসো রাবাদা এবং ভারনন ফিল্যান্ডার।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।