ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শাহজাদকে মিস করবেন ‘ছক্কা’ নাঈম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
শাহজাদকে মিস করবেন ‘ছক্কা’ নাঈম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে বেশ ভালই খেলছিলেন দলের আফগান ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। রংপুরের হয়ে ৯ ম্যাচ থেকে তুলে নিয়েছেন দুটি অর্ধশতকও যেখানে আছে অপরাজিত ৮০ ও ৫১ রানের ঝলঝলে দুটি ইনিংস।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে বেশ ভালই খেলছিলেন দলের আফগান ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। রংপুরের হয়ে ৯ ম্যাচ থেকে তুলে নিয়েছেন দুটি অর্ধশতকও যেখানে আছে অপরাজিত ৮০ ও ৫১ রানের ঝলঝলে দুটি ইনিংস।

সেই শাহজাদ খেলতে পারছেন না বুধবার (৩০ নভেম্বর) ঢাকার বিপক্ষে রাইডার্সের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচটি। কারণ ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় তাকে এক ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  
 
বিপিএলের এবারের আসরে ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নাঈম ইসলামের রংপুর রাইডার্স। শেষ চারের মিশনে নামতে বাকি তিনটি ম্যাচ জয় ছাড়া আপাত কোন পথই খোলা নেই! সেই তিন ম্যাচের প্রথমটিই আগামীকাল। আর এমন গুরুত্বর্পূর্ণ ম্যাচে দলে শাহজাদের না থাকায় শক্তিমত্তার দিক থেকে রংপুর কিছুটা হলেও পিছিয়ে থাকবে মনে করেন নাঈম।
 
‘শুধু ঢাকা নয়, বাকি তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের টার্গেট সেরা চার নয়, শুরু থেকেই লক্ষ্য ছিল দুইয়ের মধ্যে থাকা।  কাল ঢাকার বিপক্ষে ম্যাচ। টিম হিসেবে ঢাকা সবসময়ই ভালো। কিন্তু এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাহজাদ খুব ভালো ব্যাটসম্যান। ও খেললে এই ম্যাচে আমরা আরও শক্তিশালী হতাম। ’
 
মঙ্গলবার (২৯ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে দলে শাহজাদের অনুপস্থিতি নিয়ে নাঈম এসব কথাই তুলে ধরেন।
 
এদিকে ইনজুরির কারণে রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি রংপুর দলপতি নাঈম। শঙ্কা রয়েছে ঢাকা ডানামাইটসের বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠা নামা নিয়েও,‘আজকে ব্যাটিং করলাম। যতটুকু বুঝতে পারছি তাতে কালকের ওয়ার্মআপ পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি দেখি ফিট তাহলে খেলবো। ’

বাংলাদেশ সময়:ম ১৫১৮ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।