ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্থানীয় পেসারদের দাপট দেখে গর্বিত তাসকিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
স্থানীয় পেসারদের দাপট দেখে গর্বিত তাসকিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলের গত আসরে দাপট দেখিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আবু হায়দার রনি। এবারের আসরেও পেসারদের মধ্যে সাফল্য দেখাচ্ছেন স্থানীয় পেসাররা। 

মিরপুর থেকে: বিপিএলের গত আসরে দাপট দেখিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আবু হায়দার রনি। এবারের আসরেও পেসারদের মধ্যে সাফল্য দেখাচ্ছেন স্থানীয় পেসাররা।

 

খুলনা টাইটানসের পেসার শফিউল ইসলাম নিয়েছেন ১৬ উইকেট। সমান ১৫ উইকেট নিয়েছেন চিটাগং ভাইকিংসের পেসার তাসকিন আহমেদ ও ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ শহীদ।

স্থানীয় পেসারদের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। নিজে পেস বোলার বলে গর্ব হচ্ছে তাসকিনের, ‘আল্লাহর রহমতে আমাদের লোকাল পেসাররা খুব ভালো করছে। এটা খুবই ভালো সাইন। বিপিএলের শুরুর দিকে হয়তো বিদেশি ফাস্ট বোলারদের ওপর নির্ভর করতেন সবাই। স্থানীয় বোলাররা ভালো করায় এখন সেটা নেই। ’

‘শফিউল ভাই, শহীদ ভাই, আল্লাহর রহমতে আমিও ভালো করছি। ফাস্ট বোলাররা ভালো করলে দেখতেও ভালো লাগে। নিজের কাছে গর্ব হয় যে আমি বাংলাদেশ টিমের ফাস্ট বোলার। ’

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।