ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে লুইস ‘ঝড়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
মিরপুরে লুইস ‘ঝড়’ লুইস-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইস বিপিএলে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই চার ও ছয় ছক্কায় মাত্র ২১ বলে অর্ধশতক পূরণ করেন ২৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।

মিরপুর থেকে: গত আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইস বিপিএলে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই চার ও ছয় ছক্কায় মাত্র ২১ বলে অর্ধশতক পূরণ করেন ২৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।

জিম্বাবুয়েতে তিন জাতির সিরিজ শেষ করে গতকাল (২৯ নভেম্বর) ঢাকায় আসেন ওয়েস্ট ইন্ডিজের ইনফর্ম ব্যাটসম্যান এভিন লুইস। ঢাকার হয়ে প্রথম ম্যাচেই নিজের জাত চেনান এ ক্যারিবিয়ান।

মাত্র ৩৪ বলে ৭৫ রানের ‘বিস্ফোরক’ ইনিংস উপহার দেন লুইস। তাতে ছিল ৩টি চার ও ৮টি ছক্কার মার। ১২তম ওভারে তাকে ফিরিয়ে রংপুর শিবিরে স্বস্তি এনে দেন পার্টটাইম বোলার সৌম্য সরকার। শেষ পর্যন্ত লুইসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে সাত উইকেট হারিয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ঢাকা।

গত ২৩ নভেম্বর বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ বলে ১৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেন লুইস।  বিপিএলের গত আসরে একমাত্র সেঞ্চুরিটি এসেছিল তার ব্যাট থেকেই। ওই ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বরিশাল বুলসকে ৯ উইকেটের জয় উপহার দিয়েছিলেন। এবার ঢাকার হয়ে খেলতে খেলছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।