ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে থেকেই শেষ চারে খেলতে চায় সাকিবের ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
শীর্ষে থেকেই শেষ চারে খেলতে চায় সাকিবের ঢাকা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা ডায়নামাইটস বিপিএলের এবারের আসরে এ পর্যন্ত ম্যাচ খেলেছে ১০টি। দশ ম্যাচে, ৭ জয়ে, ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন এই দলটি। আর এই শীর্ষস্থান নিয়েই তারা টুর্নামেন্টের শেষ চারে খেলবে বলে জানালেন দলের টপ অর্ডারের ব্যাটসম্যান মেহেদি মারুফ।

মিরপুর থেকে: ঢাকা ডায়নামাইটস বিপিএলের এবারের আসরে এ পর্যন্ত ম্যাচ খেলেছে ১০টি। দশ ম্যাচে, ৭ জয়ে, ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন এই দলটি।

আর এই শীর্ষস্থান নিয়েই তারা টুর্নামেন্টের শেষ চারে খেলবে বলে জানালেন দলের টপ অর্ডারের ব্যাটসম্যান মেহেদি মারুফ।

বুধবার (৩০ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।

বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের বাকি দুটি ম্যাচ নিয়ে মারুফ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কেননা প্রতিদিনই ম্যাচের ফলাফল বদলে যাচ্ছে। আমাদের আরও দুইটা ম্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করবো নাম্বার ওয়ান হয়েই শেষ চারে যেতে। এতে করে আমাদের ফাইনালে খেলার সুযোগটিও থাকবে। ’

বুধবার নিজেদের দশম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। স্পিনে শক্তিশালী খ্যাত হলেও দলটি বল হাতে ঢাকার বিপক্ষে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ওপেনিং জুটিতে মারুফ-লুইসের বিষ্ফোরক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করেছে ১৮৮ রান।

জবাবে, জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে হেরে গেছে ৪২ রানে।
 
তবে এই ম্যাচটি এতটা সহজ বলে মনে করেননি মারুফ। কেননা বিপিএলের শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির কাছে আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন তিনি। ‘আজকের ম্যাচটি আরও প্রতিদ্বন্ধিতা আশা করেছিলাম। ’

এদিকে ঢাকার হয়ে গত ৯ ম্যাচেই ওপেনিংয়ে মারুফের জুটি হিসেবে ব্যাটিং করেছেন দলের লংকান ব্যাটিং পিরামিড কুমার সাঙ্গাকারা। কিন্তু রংপুরের বিপক্ষে এদিনের এই ম্যাচে তার সঙ্গী হিসেবে দেখা গেল ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে।

কেমন ছিল অনুভূতিটা? উত্তরে মারুফ বললেন,  ‘আজকের ব্যাটিং আমি উপভোগ করেছি। কেননা এতদিন আমি আর সাঙ্গাকারা শুরু করেছি যেখানে আমার রানই বেশি থাকতো। মূলত একটা ধরনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে সাঙ্গাকারা এভাবেই খেলবে আমাকেই বোধ হয় রান করতে  হবে। আজকে মনে হয়েছে না আমার সাথে কেউ আছে। আমি একটু ভাল অনূভব করেছি। ’

২ ডিসেম্বর নিজেদের  ১১তম ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ৩০ নভেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।