ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুরের লিয়াম ডসন ডাক পেলেন ইংল্যান্ড দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
রংপুরের লিয়াম ডসন ডাক পেলেন ইংল্যান্ড দলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। জাফর আনসারির পরিবর্তে তাকে নেওয়া হয়েছে।

ঢাকা: ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। জাফর আনসারির পরিবর্তে তাকে নেওয়া হয়েছে।

এছাড়া চোট পেয়ে দেশে ফেরত যাওয়া ওপেনার হাসিব হামিদের পরিবর্তে প্রথমবার ইংলিশ দলে ডাক পেলেন ব্যাটসম্যান কিয়েটন জেনিংস।

ডসন বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। এখন পর্যন্ত তিনি দলের হয়ে সবগুলো (১০) ম্যাচই খেলেছেন। যেখানে ৭.৩ ইকোনোমিতে পাঁচটি উইকেট পেয়েছেন তিনি। ইংল্যান্ড দলের হয়ে তিনি এর আগে একটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আগামী ০৮ ডিসেম্বর মুম্বাইয়ে চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে সফরকারী ইংলিশরা ২-০তে পিছিয়ে রয়েছে। তবে নতুন এ দুই ক্রিকেটারের অর্ন্তভূক্তিতে সামনের ম্যাচগুলোতে ভালো করার আশা প্রকাশ করছে দলটি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।