ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের বিরুদ্ধে ব্রাভোর আইনি পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বোর্ডের বিরুদ্ধে ব্রাভোর আইনি পদক্ষেপ ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার ড্যারেন ব্রাভো। সম্প্রতি জিম্বাবুয়ের মাটিতে ত্রি-দেশীয় সিরিজে দল থেকে বাদ দেওয়ার পর এমন পদক্ষেপ নেন তিনি।

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার ড্যারেন ব্রাভো। সম্প্রতি জিম্বাবুয়ের মাটিতে ত্রি-দেশীয় সিরিজে দল থেকে বাদ দেওয়ার পর এমন পদক্ষেপ নেন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় ব্রাভো নিজের আইনজীবীর দ্বারা ইতোমধ্যে প্রি-অ্যাকশন প্রোটোকল চিঠি ক্যারিবীয় বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন। যা গত সপ্তাহে বোর্ড গ্রহণ করেছে বলে জানা যায়।

সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলেন ব্রাভো। কিন্তু গত কয়েক বছরে দেশটির সবচেয়ে ধারাবাহিক এ ক্রিকেটারের ফর্ম ভালো যাচ্ছে না বলে জানায় ক্যারিবীয় বোর্ড। বোর্ড প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরুণ জানান, ব্রাভোর পারফরম্যান্স ধারাবাহিক না, তাই তাকে বাদ দেওয়া হলো।

পরবর্তীতে অবশ্য টুইটারে বোর্ড প্রেসিডেন্টকে ধুয়ে দেন ব্রাভো। জানান, তাকে কখনোই গ্রেড ‘এ’ ক্যাটাগরিতে প্রস্তাব করা হয়নি। আর বোর্ড প্রেসিডেন্ট সে তো একটা ‘ইডিয়ট’।

২৭ বছর বয়সী ব্রাভো এখন পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন। ৪০ গড়ে আটটি সেঞ্চুরি সহ তিনি ৩৪০০ রান করেছেন। আর ৯৪টি ওয়ানডে খেলে তিন সেঞ্চুরিতে ২৫৯৫ রান করেছেন এই তারকা ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।