ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নতুন ভূমিকায় অলরাউন্ডার আবদুল রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
নতুন ভূমিকায় অলরাউন্ডার আবদুল রাজ্জাক ছবি: সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাককে। পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটর্সের সহকারী বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন রাজ্জাক।

ঢাকা: আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাককে। পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটর্সের সহকারী বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন রাজ্জাক।

পিএসএলের দ্বিতীয় আসরে তার সঙ্গে চুক্তি করেছে গ্লাডিয়েটর্স। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মঈন খান। ক্লাবের মালিক নাদিম ওমর বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার খবরে রাজ্জাক জানান, ‘আমি সত্যিই খুব বেশি খুশি হয়েছি। কোয়েটার মতো দলের বোলিং কোচ হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কারণ, এটা আমার ক্যারিয়ারের নতুন একটি দিকের উন্মোচন করলো। জীবনের মোড় ঘুরিয়ে দিতে আমাকে এটা সাহায্য করবে। আর শুরুতেই গ্লাডিয়েটর্সদের মতো একটি দলে যোগ দিতে পারবো ভেবে ভালো লাগছে। ’

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘ক্রিকেট ক্যারিয়ারে এমন একটা সময় আসবে যখন আপনাকে নতুন করে কিছু চিন্তা করতে হবে। কোচিং বলেন আর ম্যানেজমেন্ট সামলানো বলেন, দুটোই কঠিন দায়িত্ব। আর এই দায়িত্বের সামনে আমাকে যেতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই দলের মূল কোচ মঈন খানকে এবং দলের মালিক নাদিম ওমরকে। তারা আমার প্রতি আস্থা রেখেছেন। চেষ্টা থাকবে ক্রিকেটারদের সঙ্গে ম্যানেজমেন্টকেও সাহায্য করার। নতুন এই দায়িত্ব আমাকে অনেক কিছু শেখাবে। আমি আমার সর্বোচ্চটাই দেবার চেষ্টা করবো। ’

রাজ্জাক পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ২৬৫ ওয়ানডে আর ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার রান ৭,৪১৯ আর উইকেট সংখ্যা ৩৮৯টি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।