ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিগব্যাশের দল হারালেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
বিগব্যাশের দল হারালেন গেইল ছবি: সংগৃহীত

বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস থেকে বাদ পড়েছেন ক্রিস গেইল। নতুন তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে দলটি। যেখানে পুরোনোদের মধ্য থেকে বাদ পড়েছেন চলমান বিপিএলের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা ক্যারিবীয়ান ব্যাটিং দানব গেইল।

ঢাকা: বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস থেকে বাদ পড়েছেন ক্রিস গেইল। নতুন তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে দলটি।

যেখানে পুরোনোদের মধ্য থেকে বাদ পড়েছেন চলমান বিপিএলের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা ক্যারিবীয়ান ব্যাটিং দানব গেইল।

গতবার বিগব্যাশ আসর চলাকালীন গেইলের নিজের জন্য তৈরি ‘গোল্ডেন ব্যাট’ নিয়ে খেলতে নেমে সমালোচিত হয়েছিলেন। এছাড়া, অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ক্রিকেট আসরে এক নারী সাংবাদিককে সরাসরি তার সাথে ডেটিং-এ যাওয়ার প্রস্তাব দিয়ে বেশ ঝামেলার মধ্যেই দিন কাটাতে হয়েছে তাকে। তার বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধও হয়েছিলেন বিগ ব্যাশে। এবার সুযোগই থাকছে না এই দলের হয়ে মাঠ মাতানোর।

আসন্ন টুর্নামেন্টে রেনেগেডসের হয়ে নতুনভাবে যুক্ত হয়েছেন গেইলের স্বদেশি স্পিনার সুনীল নারাইন। দলের নতুন স্পিনার হিসেবে আরও থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্রাড হগ। আরও থাকছেন অজি ব্যাটসম্যান মার্কাস হ্যারিস।

আর পুরোনোদের মধ্যে গেইলের সঙ্গে বাদ পড়েছেন নাথান হারিজ এবং ক্যামেরুন গ্যানন।

অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে রেনেগেডসের হয়ে আরও খেলবেন ডোয়াইন ব্রাভো, টম বিটন, টম কুপার, জাভিয়ের ডোহার্টি, ক্যালম ফার্গুসন, পিটার নেভিল, জেমস প্যাটিনসন, নাথান রিমিংটন, পিটার সিডল, ক্রিস টারমাইন, ম্যাথু ওয়েড, গাই ওয়ালকার, ক্যামেরুন হোয়াইট, নিক উইনটার।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।