ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফিফ ম্যাজিকে চিটাগংয়ের স্বল্প সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
আফিফ ম্যাজিকে চিটাগংয়ের স্বল্প সংগ্রহ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে চিটাগং ভাইকিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের স্কোর ১১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান । দলের হয়ে ব্যাটিংয়ে আছেন শোয়েব মালিক ও তাসকিন আহমেদ।

মিরপুর থেকে: রাজশাহীর বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে এক তরুণ আফিফ হোসেনকেই মোকাবেলা করতে পারলো না চিটাগং ভাইকিংস। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১১ রান করেছে তামিম ইকবাল বাহিনী।

চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। আর রাজশাহীর আফিফ নেন পাঁচ উইকেট।

ইনিংসের প্রথম বলেই রাজশা্হী বোলার কেসরিক উইরিয়ামসের বলে বোল্ড হন তামিম (০)। পরের ওভারে আনামুল হককে (৮) আউট করেন মেহেদি হাসান মিরাজ। আফিফ চিটাগংয়ের তৃতীয় উইকেট তুলে নেন। তিনি ১৩ রানে থাকা জহুরুল ইসলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন।  ব্যাটিং দানব গেইলকে (৫) নিজের পরের ওভারে বোল্ড করেন তরুণ স্পিনার আফিফ।

জাকির হাসানকে (৩) নিজের তৃতীয় শিকার বানান আফিফ হোসেন। সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। মোহাম্মদ নবীকে (১২) আউট করেন নামজুল ইসলাম। তবে এর পরেই সাকলাইন সজীব ও ইমরান খানকে আউট করে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে জাদ‍ু দেখান আফিফ। ব্যাক্তিগত ২ রানে তাসকিনকে ফেরান উলিয়ামস।

শোয়েব মালিক অবশ্য এদিন চিটাগংয়ের ইনিংস একাই সামলান। ৫৪ বলে ছয় চার ও তিন ছয়ে ৬৭ রান করেন তিনি। তবে আলো কেড়ে নেন রাজশাহীর আফিফ। চার ওভারে এক মেডেন সহ ২১ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন যুব দলের এ সহ-অধিনায়ক।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৪০তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। দু’দলের প্রথম দেখায় তামিম ইকবালের চিটাগং ১৯ রানে জয় পেয়েছিল।

আসরে প্লে-অফ নিশ্চিত করতে এ ম্যাচটি দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

চিটাগং এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ছয়টি জয় ও পাঁচ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে গেইল-আনামুলরা। শেষ ম্যাচে দলটি অবশ্য ঢাকা ডায়নামাইটমসের বিপক্ষে হেরেছে।   সমান ম্যাচে আট জয়ে শীর্ষে আছে ঢাকা।

এদিকে খুব ভালো অবস্থানে নেই রাজশাহী কিংস। ১১ ম্যাচে পাঁচ জয় ও ছয় হারে ১০ পয়েন্ট পেয়েছে সাব্বির রহমানরা। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চারে হলেও শেষ ম্যাচে তারা হেরেছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।