ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের ইনজুরি নেই; দ্রুত সেরে উঠবেন বাকিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
মোস্তাফিজের ইনজুরি নেই; দ্রুত সেরে উঠবেন বাকিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে গিয়ে ইনজুরির মিছিলে শামিল হয়েছেন টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, টপ অর্ডারের ব্যাটসম্যান মুমিনুল হক, ওপেনার ইমরুল কায়েস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

দলের এতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরিতে পড়ায় একদিকে যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জার হার বরণ করতে হয়েছে, তেমনি শঙ্কা জেগেছিল আসন্ন ভারত সিরিজ নিয়েও।

তবে আশার কথা শোনালেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

কিউইদের মাটিতে গিয়ে ইনজুরিতে পড়া টাইগার সদস্যদের আসন্ন ভারত ও শ্রীলঙ্কা সিরিজের আগেই দলে পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিসিবিতে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এমন আশার কথা শোনান।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙ্গুলে আঘাত পাওয়া টাইগারদের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফির ইনজুরির ব্যাপারে তিনি জানান, ‘মাশরাফির আঙ্গুলে যে ইনজুরি আছে এ ধরনের আঘাত সারতে ৫-৬ সপ্তাহ সময় লাগে। এই সময়টা পার হতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পার হয়ে যাবে। আমরা আরেকবার তার স্ক্যান করে অবস্থা বোঝার চেষ্টা করবো। যদি ভালো হয়ে থাকে তাহলে পুনর্বাসনের কাজ শুরু করবো এবং শ্রীলঙ্কা সফরের জন্য মাশরাফিকে প্রস্তুত করবো। ’

আর ওয়েলিংটনে সিরিজের টেস্টে মাথায় ও আঙ্গুলে চোট পাওয়া টেস্ট অধিনায়ক মুশফিকের ব্যাপারে এই বিসিবি চিকিৎসকের অভিমত হলো, ‘মুশফিক হাতে ব্যথা পাওয়ার পরে অস্ট্রেলিয়াতে এক্সরে এবং সিটি স্ক্যান করা হয়েছে। কোনো ধরনের চিড়, ফাটল কিংবা ফ্রাকচারের অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু তার আঙ্গুলের ইনজুরিতে ব্যথা রয়েছে। এটার জন্য তাকে ভুগতে হবে। কেননা কিপিংয়ের সময় বারবার বল তার গ্লাভসে জমা হলে, সেখানে কিছুটা ব্যথা করবেই। কিন্তু তার কোনো ফ্রাকচার নেই, তাই আমরা ধরে নিচ্ছি ওর ব্যথা কমতে কয়েকটা দিন সময় লাগবে। এই কয়েকটা দিনের মধ্যে আমরা ওর কিছু ফিজিওথেরাপি ও অনুশীলন শুরু করে দেব। আশা করছি ভারত সিরিজে সে পুরোপুরি ব্যথামুক্ত না হতে পারলেও মোটামুটি ব্যথামুক্ত হয়ে যাবে। ’

আর ইমরুলের সেরে উঠার ব্যাপারে বেশ নির্ভার হয়ে দেবাশীষ জানান, ‘ইমরুল ফিরে আসার পরে ওর এমআরআই স্ক্যান আবারো করা হয়েছে। ডায়াগোনিসিস্ট নিশ্চিত করতে এবং তার ইনজুরির গতিবিধিটা দেখার জন্যই মূলত এটা করেছি। আনন্দের কথা হলো ওর ব্যথাটা প্রায় শেষের পথে। কিন্তু যেহেতু ওর দু’সপ্তাহ হয়নি তাই আমরা ওকে এখনও বিশ্রামে রেখেছি এবং কিছু ব্যায়াম দিয়েছি। সে নিজে নিজেই সেটা করছে। ফিটনেস দেখার জন্য ৩১ জানুয়ারি আবার তার কিছু পরীক্ষা করবো। ’

দেবাশীষ যোগ করেন, ‘মুমিনুলের যে ইনজুরিটা আছে, বুকের পাজরে বলের আঘাতে যে ইনজুরিটা হয়েছে ওটা আমরা সে ফিরে আসার পরে স্ক্যান করানো হয়েছে। কোনো ফ্রাকচার বা ইনজুরি নেই। কিন্তু যেহেতু পাজরের ব্যথা তাই কমতে সময় লাগবে। এটাকে রিড ট্রমা বলে। কিছু ব্রিদিং ব্যায়াম ও ফিজিওথেরাপির মাধ্যমে সে ভারত সিরিজের আগেই নিজেকে অনেকটাই ফিরে পাবে। ’

মোস্তাফিজের ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসকের মতামত হলো, ‘মোস্তাফিজের নামটা আমাদের ইনজুরির তালিকায় নেই। তাই আমরা ধরেই নিচ্ছি ও কোনো মারাত্মক ইনজুরিতে নেই। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।