ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এখনও ঠিক হয়নি টাইগারদের ম্যাচ ভেন্যু!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এখনও ঠিক হয়নি টাইগারদের ম্যাচ ভেন্যু! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে ঐতিহাসিক টেস্ট খেলতে আগামী মাসে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাটের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে সাকিব-তামিমরা। ০১ ফেব্রুয়ারি টেস্টের দলটির ভারত যাওয়ার কথা।

তবে, ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, হায়দ্রাবাদে একমাত্র টেস্টটি হওয়ার কথা থাকলেও আয়োজক সংস্থার যে অচলাবস্থা চলছে, তাতে তারা এই টেস্ট আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডসূত্র থেকে জানানো হচ্ছে, হায়দ্রাবাদের পরিবর্তে ইডেনকে বিকল্প ভেনু হিসেবে তৈরি থাকতে বলা হয়েছে।

তাতে, একমাত্র টেস্টটির ভেন্যু নিয়ে উড়ো খবর কমছে না।

ভারতের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে টাইগারদের নিজেদের ঝালিয়ে নেওয়ার একটি প্রস্তুতি ম্যাচের প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে রাজিও হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হতে পারে সেটা এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে জানানো হচ্ছে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হায়দ্রাবাদ রঞ্জি দল।

প্রস্তুতি ম্যাচের দল চূড়ান্ত না হলেও এর আগে গুঞ্জন উঠেছিল ভারতের 'এ' দলের বিপক্ষে হতে পারে টাইগারদের প্রস্তুতি ম্যাচটি। আগামী ০৯ ফেব্রুয়ারি কোহলি-মুশফিক বাহিনীর মূল লড়াই শুরু হবে। ম্যাচটি হওয়ার কথা হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর এটিই হতে চলেছে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের সফর।

তবে, আকস্মিক ভারত-বাংলাদেশ টেস্টের যে সম্ভাবনা দেখা দিয়েছে ইডেনে, সেই টেস্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। স্থানীয় ক্রিকেটের সূচি নিয়েই তাদের অস্বস্তি।  

আগামী ৩১ জানুয়ারি থেকে জাতীয় টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফির আঞ্চলিক পর্বের সব ম্যাচ ইডেনে রাখা হয়েছে। এছাড়া, স্থানীয় ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচও আগে থেকেই ইডেনে দেওয়া রয়েছে। তাতে, কোনো কারণে ০৯ ফেব্রুয়ারি থেকে যদি ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট হয়, তা হলে স্থানীয় ম্যাচগুলো সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে এখন বেশ ঝামেলায় পড়েছে সিএবি।  

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নাকি কলকাতাতে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছে। যদি ইডেনে টেস্ট হয় তবে প্র্যাকটিস ম্যাচটি হবে কলকাতায়। তাতে, টাইগারদের নামতে হবে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।