ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফ্রাঞ্চাইজিভিত্তিক আসর বিসিএলের সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ফ্রাঞ্চাইজিভিত্তিক আসর বিসিএলের সূচি বিসিএলের প্রতীকী ছবি

প্রথমশ্রেণি ক্রিকেটের ফ্রাঞ্চাইজিভিত্তিক আসর ‘পঞ্চম বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল’ শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। এরই মধ্যে চারটি দল আর সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলগুলো হলো ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন।  

প্রথম রাউন্ডের খেলাগুলো হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোনো ম্যাচ রাখা হয়নি। সর্বাধিক চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ।

বিসিএলের সূচি: 
২৮-৩১ জানুয়ারি, প্রথম পর্ব

ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, বগুড়া।
বিসিবি নর্থ জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, সিলেট।

৪-৭ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব 
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন, চট্টগ্রাম।
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, সিলেট।

১১-১৪ ফেব্রুয়ারি, তৃতীয় পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম প্রাইম ব্যাংক সাউথ জোন, বিকেএসপি (৩)।
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম বিসিবি নর্থ জোন, ফতুল্লা।

১৮-২২ ফেব্রুয়ারি, চতুর্থ পর্ব
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, ফতুল্লা।
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম বিসিবি নর্থ জোন, বিকেএসপি (৩)।

২৫-২৮ ফেব্রুয়ারি, পঞ্চম পর্ব
বিসিবি নর্থ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন, বিকেএসপি (৩)।
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, ফতুল্লা।

৪-৭ মার্চ, ষষ্ঠ পর্ব
প্রাইম ব্যাংক সাউথ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন, ফতুল্লা।
বিসিবি নর্থ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিকেএসপি (৩)।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।