ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৬ বলে ৬ উইকেট পাওয়া একমাত্র বোলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
৬ বলে ৬ উইকেট পাওয়া একমাত্র বোলার অ্যালেড ক্যারি-ছবি:সংগৃহীত

বিরল এক রেকর্ডই গড়লেন অ্যালেড ক্যারি। ইতিহাসে প্রথমবারের মতো এক ওভারের সবকটি বলেই উইকেট নেওয়ার কীর্তি নিজের করে নিলেন তিনি। গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে অস্ট্রেলিয়ান চতুর্থ গ্রেডের ব্যালারট ক্রিকেটে অ্যাসোসিয়েশনের ম্যাচে এই অর্জন হয়।

ফলে এক ওভারেই দুটি হ্যাটট্রিকের দেখা পান অ্যালেড। অথচ ২৯ বছর বয়সী ওপেনার এ বোলার নিজের প্রথম আট ওভারে কোনো উইকেটের দেখা পাননি।

কিন্তু নবম ওভারেই বাজিমাত করেন। যেখানে তার দুর্দান্ত বোলিং শেষে প্রতিপক্ষ ইস্ট ব্যালারট ৪০ রানে সবকটি উইকেট হারায়।

ছয় উইকেটের প্রথমটি স্লিপ ও দ্বিতীয়টিতে উইকেটরক্ষেকের ক্যাচে পরিণত করান অ্যালেড। আর তৃতীয় উইকেটটিতে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূরণ করেন। তবে বাকি বলে প্রতিপক্ষের তিন ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করেন তিনি। উযদাপন করেন একই ওভারে দুটি হ্যাটট্রিক।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।