ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বড় সংগ্রহের দিকে দক্ষিণাঞ্চল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বড় সংগ্রহের দিকে দক্ষিণাঞ্চল আনামুল হক বিজয়/ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চল তুলেছে ৩৭৬ রান।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামে দক্ষিণাঞ্চল। আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের হয়ে উদ্বোধন করতে নামেন শাহরিয়ার নাফীস এবং ফজলে মাহমুদ।

নাফীস ২৭ রানে বিদায় নেন, ফজলে মাহমুদের ব্যাট থেকে কোনো রানই আসেনি।

তিন নম্বরে নামা আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৮৯ রান। তার ১১৬ বলের ইনিংসে ছিল ১২টি চার আর দুটি ছক্কার মার। ৬২ রান করেন তুষার ইমরান। আর ৪৭ রানে বিদায় নেন মোহাম্মদ মিঠুন।

এছাড়া, মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ৩৯ রান। দিন শেষে দারুণ জুটি গড়েন সোহাগ গাজী আর জিয়াউর রহমান। ৫৫ রানে অপরাজিত থাকেন জিয়া আর ৪২ রানে অপরাজিতে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন সোহাগ গাজী।

ইস্ট জোনের পেসার ইবাদত হোসেন তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান সাকলাইন সজীব, শাহানুর রহমান এবং তাসামুল হক।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।