ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় পুষ্পস্তবক অর্পণ করেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বগুড়ায় পুষ্পস্তবক অর্পণ করেছেন মুশফিক ছবি: সংগৃহীত

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। নিজেই ফেসবুকের ভেরিফাইড পেজে ছবি পোস্ট করেছেন মুশফিক।

ভারত সিরিজ শেষে ক্রিকেটাররা এখন ছুটিতে। ছুটি কাটাতে সাদা পোশাকের দলপতি মুশফিক রয়েছেন বগুড়ায় নিজ বাড়িতে।

স্থানীয় এক শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

বাহান্নোর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার অভিমুখে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানাতে সকলের পোশাকেও একুশের ছোঁয়া। অনেকে ধারণ করেছেন কালো ব্যাজ। মুশফিকের পোশাকেও আটকানো ছিল কালো ব্যাজ।
.এর আগেই মুশফিক ফেসবুকের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তার স্ট্যাটাসে ছিল- 

‘একুশ আমার মুক্ত স্বাধীন
একুশ আমার স্বাধিকার
একুশ আমায় দিয়েছে
কথা বলার অধিকার।
ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। ’

নিজের ফেসবুকের কাভার ফটোতেও মুশফিক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।