ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের ভেন্যুতে পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিসিএলের ভেন্যুতে পরিবর্তন বিসিএলের ভেন্যুতে পরিবর্তন

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ দুই রাউন্ডের ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। শেষ দুই রাউন্ডের ভেন্যু পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী পঞ্চম রাউন্ড শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। আর ষষ্ঠ বা শেষ রাউন্ড শুরু হবে ৫ মার্চ।

এই দুই রাউন্ডের তারিখ ঠিক থাকলেও ভেন্যুতে পরিবর্তন এসেছে। পঞ্চম রাউন্ডের ম্যাচ হওয়ার কথা ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তবে, সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচটি সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে নর্থ জোন।

পঞ্চম রাউন্ডের অপর ম্যাচটি বিকেএসপিতে হওয়ার কথা ছিল। পরিবর্তিত ভেন্যু হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে সাউথ জোন ও ইস্ট জোন।

এদিকে ষষ্ঠ রাউন্ডে ফতুল্লায় সেন্ট্রাল জোন আর সাউথ জোনের ম্যাচটি হওয়ার কথা ছিল। সেটি অনুষ্ঠিত হবে বিকেএসপির মাঠে। ষষ্ঠ রাউন্ডের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়বে নর্থ জোন ও ইস্ট জোন। আগের সূচিতে এই ম্যাচটি হওয়ার কথা ছিল বিকেএসপিতে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।