ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারাইন-বেন-স্যামুয়েলসের জায়গা হয়নি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
নারাইন-বেন-স্যামুয়েলসের জায়গা হয়নি নারাইন-বেন-স্যামুয়েলস

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার মারলন স্যামুয়েলসের। দলে নেই সুনীল নারাইন, সুলেমান বেনের মতো স্পিনাররা। চমক জাগিয়ে দলে ফিরেছেন ক্রিকেট ছেড়ে বেসবলে আগ্রহ দেখানো কাইরন পাওয়েল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।

গত বছর পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন স্যামুয়েলস।

এরপর থেকে জাতীয় দলে উপেক্ষিতই ছিলেন তিনি। ছিলেন না জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজেও।

গত সপ্তাহে ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংয়ে নিজেকে ফিরে পেয়েছিলেন পার্ট-টাইম অফস্পিনার স্যামুয়েলস। ২০১৫ সালের ডিসেম্বরেও বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার দেশের জার্সি গায়ে ৭১ টেস্টের পাশাপাশি খেলেছেন ১৮৭ ওয়ানডে ম্যাচ।

এদিকে, ১৫ সদস্যের দলে ফিরেছেন কাইরন পাওয়েল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জায়গা পাওয়া এই ওপেনার ২০১৪ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এরপর ক্রিকেট ছেড়ে বেসবলের প্রতি আগ্রহ দেখান। গত বছরের মার্চে আবারো নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে ফেরেন তিনি। তার আগে ২০১৫’তে শ্রীলঙ্কায় প্রথমশ্রেণির ম্যাচেও খেলেছিলেন জাতীয় দলের হয়ে ২১ টেস্ট আর ২৮ ওয়ানডে খেলা পাওয়েল।

এছাড়া, দলে জায়গা হয়নি সুনীল নারাইন, সুলেমান বেন আর জনসন চার্লসের মতো তারকাদের।

অ্যান্টিগায় আগামী ৩ মার্চ প্রথম ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। একই ভেন্যুতে ইংলিশদের বিপক্ষে ৫ মার্চ মাঠে নামবে স্বাগতিকরা। ৯ মার্চ বার্বাডোজে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েইট, ক্রেইগ ব্রাথওয়েট, জোনাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।