বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ২০ বছর ৩৩২ দিন বয়সে এমন কীর্তিতে নাম লেখান রেনশ। আগের কনিষ্ঠতম ছিলেন রিক ডার্লিং (২২ বছর ১৫৪ দিন)।
ক্যারিয়ারের পঞ্চম টেস্টে রেকর্ড গড়ার দিনে ৬৮ রানে থামেন রেনশ। তাকে মুরালি বিজয়ের ক্যাচে পরিণত করেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে রিটায়ার্ড হার্ট হয়ে একবার মাঠ ছেড়েছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ভালো শুরু এনে দেন রেনশ। ২৮তম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান উমেশ যাদব। পেট খারাপ (আপসেট স্টোমাক) হওয়ার কারণে পরের বলেই ব্যক্তিগত ৩৬ রানে সাজঘরে ফেরেন রেনশ। পরে আবার ব্যাটিংয়ে নেমে আউট হওয়ার আগে ৩২ রান যোগ করেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম