ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ডবুকে অস্ট্রেলিয়ার রেনশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
রেকর্ডবুকে অস্ট্রেলিয়ার রেনশ ভারতের মাটিতে ম্যাট রেনশর অনন্য রেকর্ড/ছবি: সংগৃহীত

টেস্টে ভারতের মাটিতে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ম্যাট রেনশ। পুনেতে চলমান চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে পূর্বসূরিদের ছাড়িয়ে যান এ উঠতি ওপেনার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ২০ বছর ৩৩২ দিন বয়সে এমন কীর্তিতে নাম লেখান রেনশ। আগের কনিষ্ঠতম ছিলেন রিক ডার্লিং (২২ বছর ১৫৪ দিন)।

১৯৭৯ কানপুর টেস্টে। ওই ম্যাচটির প্রথম ইনিংসে তিনি ৫৯ রান করেছিলেন।

পেট খারাপ (আপসেট স্টোমাক) হওয়ার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ম্যাট রেনশ/ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পঞ্চম টেস্টে রেকর্ড গড়ার দিনে ৬৮ রানে থামেন রেনশ। তাকে মুরালি বিজয়ের ক্যাচে পরিণত করেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে রিটায়ার্ড হার্ট হয়ে একবার মাঠ ছেড়েছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ভালো শুরু এনে দেন রেনশ। ২৮তম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান উমেশ যাদব। পেট খারাপ (আপসেট স্টোমাক) হওয়ার কারণে পরের বলেই ব্যক্তিগত ৩৬ রানে সাজঘরে ফেরেন রেনশ। পরে আবার ব্যাটিংয়ে নেমে আউট হওয়ার আগে ৩২ রান যোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।