ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০৪ ইনিংস পর কোহলির ‘ডাক’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
১০৪ ইনিংস পর কোহলির ‘ডাক’ (ভিডিও) ১০৪ ইনিংস পর বিরাট কোহলির ‘ডাক’/ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি সবশেষ কবে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন জানেন কী! প্রায় আড়াই বছর হয়ে গেছে। ১০৪টি ইনিংস পর ভারতীয় ব্যাটিং জিনিয়াসকে ‘ডাক’ অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়েছেন অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক।

পুনেতে চলমান চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এমন ভুলে থাকার মতো মুহূর্তের শিকার হন কোহলি। বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান দ্বিতীয় বলেই আউট হলে গেলেন!

স্টার্কের ওয়াইড লেন্থ ডেলিভারি কোহলির ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি হয়।

উল্লাসে মাতে গোটা অজি টিম। ডাবল উইকেট মেডেন ওভারটিতে কোহলির আগেই চেতশ্বর পুজারাকে (৬) ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি করেন।

অধিনায়কের বিদায়ে প্রথম ইনিংসে অজিদের ২৬০ রানের জবাবে দলীয় ৪৪ রানে (১৪.৪ ওভার) তৃতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ৬১ রানের দুর্দান্ত ইনিংসের পর বল হাতে স্বাগতিক ব্যাটিং অর্ডারে ভীতি ছড়াচ্ছেন স্টার্ক।

কার্ডিফে ২০১৪ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কোহলির নামের পাশে ছিল ‘ডাক’। এরপর ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে টানা ১০৪ ইনিংসে তাকে কেউই ‘শূন্য’ রানে ফেরাতে পারেননি। অবশেষে দীর্ঘ সময় পর কোহলিকে জয় করলেন এ সময়ের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক।

১০৪ ইনিংস পর কোহলির বিরল ‘ডাক’ ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।