নিজেদের মাটিতে ক্রমেই পরাক্রমশালী হয়ে ওঠা ভারত স্পিননির্ভর উইকেটই বানিয়েছে। অজিদের সেই স্পিন বিষে নীল হতে হলো নিজেদেরই।
এর আগে স্টার্ক-হ্যাজেলউডের দশম উইকেট জুটিতে প্রথম দিনে অলআউট এড়ায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই আউট হয়ে যান দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো মিচেল স্টার্ক। দু’জনের ৫৫ রানের পার্টনারশিপের কল্যাণে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৬০। জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ৪০.১ ওভারে তোলে মাত্র ১০৫ রান।
রবিচন্দ্রন অশ্বিনকে স্লগ-সুইপ করতে গিয়ে ডিপ মিড-উইকেটে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন স্টার্ক। অজি পেসারের ৬১ রানের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। অপর প্রান্তে ৩১ বলে ১ রান করে অপরাজিত থেকে যান জস হ্যাজেলউড। এর আগে ৯ উইকেটে ২৫৬ রান নিয়ে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন পার করে সফরকারীরা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮২ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার (৩৮) ও ম্যাট রেনশ (৬৮)। ভারতের মাটিতে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়েন বিশ বছর বয়সী রেনশ।
ওয়ার্নারের বিদায়ের পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রেনশ। অজিরাও যেন খেই হারিয়ে ফেলে! নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোরের লক্ষ্য থেকে ছিটকে যায় তারা। স্মিথ ২৭, শন মার্শ ১৬, পিটার হ্যান্ডসকম্ব ২২, মিচেল মার্শ ৪, ম্যাথু ওয়েড ৮ রান করে আউট হন। ২০৫ রানে ৯ উইকেট হারানোর পর হ্যাজেলউডকে নিয়ে দলকে টেনে তোলেন স্টার্ক।
একাই চারটি উইকেট দখল করেন পেসার উমেশ যাদব। টেস্টের দুই শীর্ষ বোলার রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও রবিন্দ্র জাদেজা নেন দু’টি। বাকি উইকেটটি আরেক স্পিনার জয়ন্ত যাদবের।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ওপেনার মুরালি বিজয় ১০ রানে সাজঘরে ফেরেন। তবে, আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ৬৪ রান। তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ৬ রানে বিদায় নেন।
চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর পর শূন্য রানে বিদায় নেন তিনি। ১০৪টি ইনিংস পর ভারতীয় ব্যাটিং জিনিয়াসকে ‘ডাক’ অভিজ্ঞতার সামনে দাঁড় করান অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক। ভুলে থাকার মতো মুহূর্তের শিকার হন কোহলি। বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান দ্বিতীয় বলেই আউট হয়ে যান।
আজিঙ্কা রাহানে করেন ১৩ রান। এছাড়া, অশ্বিনের ব্যাট থেকে আসে ১ রান। রিদ্ধিমান সাহা ০, রবীন্দ্র জাদেজা ২, জয়ন্ত যাদব ২, উমেস যাদব ৪, ইশান্ত শর্মা ১ রান করেন।
অজিদের চার বোলার বল করেন। পেসার মিচেল স্টার্ক দুটি উইকেট নেন। একটি উইকেট নেন আরেক পেসার জস হ্যাজেলউড। ছয়টি উইকেট তুলে নেন স্পিনার স্টিভ ও’কেফি। আর একটি উইকেট দখল করেন আরেক স্পিনার নাথান লিয়ন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি