এদিকে ক্রিকইনফোর পুরস্কারের মনোনয়নে মিরাজ-মোস্তাফিজ ছাড়াও ছিলেন আরও চার বাংলাদেশি তারকা। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলা ওপেনার তামিম ইকবাল ছিলেন বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায়।
গতবার সেরা অধিনায়কদের ছোট তালিকায় থাকতে পারলেও এবার আর সেটা করতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। তবে, ওয়ানডে বোলারের তালিকায় ছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ওডিআইতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন। মিরাজ মনোনয়ন পেয়েছিলেন বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্সেও।
টি-টোয়েন্টি বোলিংয়ে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি মোস্তাফিজ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট পাওয়া মোস্তাফিজই জিতেছেন এই পুরস্কার। মোস্তাফিজ পেছনে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই ৫ উইকেট পাওয়া আরেক বোলার জেমস ফকনার, ভারতের বিপক্ষে ৪ উইকেট নেওয়া মিচেল স্যান্টনার, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো আর এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত স্পেল করা মোহাম্মদ আমিরকে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি