বৃষ্টির কারণে এদিন খেলা ৪২ ওভার নির্ধারণ করা হয়। যেখানে প্রথমে ব্যাট করা আফগান ৩৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করে।
জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৫। যা উদ্বোধনী জুটিতেই ৭৯ রানের ভিতই জয়কে সহজ করে দেয়। ওপেনার সলোমন মিরে ৪৬ ও পিটার মুর ৩৬ রান করেন। মোহাম্মদ নবী নেন দুটি উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগান ব্যাটসম্যানরা। দলের হয়ে এদিন কোনো ব্যাটসম্যানই ২০ রান করতে পারেননি। ম্যাচ সেরা বোলিং করা ক্রিস এমপোফু ৭.৫ ওভার বোলিং করে তিনটি উইকেট তুলে নেন। দুটি করে উইকেপট পান তেন্দাই চাতারা ও গ্রায়েম ক্রেমার।
আগামী রোববার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস