ডানহাতি এ বোলার ফেরার ফলে শক্তিশালী পেস আক্রমণ নিয়েই কিউই সফর হচ্ছে দ.আফ্রিকার। দলের সেরা তারকা ডেল স্টেইন না থাকলেও ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডোউনে অলিভিয়ের ও পেস অলরাউন্ডার ওয়েন পারনেল, ক্রিস মরিসরা থাকছেন।
২০১৭ সালের পুরো বছরটাই টেস্ট নাও খেলতে পারেন বলে আগেই জানিয়ে রেখেছিলেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে থেউনিস ডি ব্রুইন ও অভিষেকের অপেক্ষায় থাকা হেনরিক ক্লাসেনকে দলে নেওয়া হয়েছে।
আগামী ৮ মার্চ থেকে ডুনেডিনে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরের দুটি টেস্ট হবে যথাক্রমে ওয়েলিংটন ও হ্যামিল্টনে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), স্টিফেন কুক, ডিন এলগার, হাশিম আমলা, জেপি ডুমিনি, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, কেশব মাহারাজ, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, ডোউনে অলিভিয়ের, থিউনিস ডি ব্রুইন, হেনরিক ক্লাসেন, মরনে মরকেল, ক্রিস মরিস।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস