ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের টার্গেট ৪৪১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ভারতের টার্গেট ৪৪১ ছবি: সংগৃহীত

স্পিনবান্ধব উইকেটে আবারো ব্যাটিং ব্যর্থতায় সফরকারী অস্ট্রেলিয়া। তারপরও প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১০৫ রানে গুটিয়ে দেওয়া অজিরা স্বাগতিকদের ৪৪১ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট করা বিরাট কোহলির ভারত। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান তোলে অজিরা।

ফলে, ভারতের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৪৪১ রান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮২ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার (৩৮) ও ম্যাট রেনশ (৬৮)। ভারতের মাটিতে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়েন ২০ বছর বয়সী রেনশ। ওয়ার্নারের বিদায়ের পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রেনশ। অজিরাও যেন খেই হারিয়ে ফেলে! নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোরের লক্ষ্য থেকে ছিটকে যায় তারা। স্মিথ ২৭, শন মার্শ ১৬, পিটার হ্যান্ডসকম্ব ২২, মিচেল মার্শ ৪, ম্যাথু ওয়েড ৮ রান করে আউট হন। ২০৫ রানে ৯ উইকেট হারানোর পর হ্যাজেলউডকে নিয়ে দলকে টেনে তোলেন স্টার্ক।

স্টার্ক-হ্যাজেলউডের দশম উইকেট জুটিতে প্রথম দিনে অলআউট এড়ায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই আউট হয়ে যান দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো মিচেল স্টার্ক। দু’জনের ৫৫ রানের পার্টনারশিপের কল্যাণে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৬০। রবিচন্দ্রন অশ্বিনকে স্লগ-সুইপ করতে গিয়ে ডিপ মিড-উইকেটে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন স্টার্ক। অজি পেসারের ৬১ রানের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। অপর প্রান্তে ৩১ বলে ১ রান করে অপরাজিত থেকে যান জস হ্যাজেলউড। এর আগে ৯ উইকেটে ২৫৬ রান নিয়ে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন পার করে সফরকারীরা।

একাই চারটি উইকেট দখল করেন পেসার উমেশ যাদব। টেস্টের দুই শীর্ষ বোলার রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও রবিন্দ্র জাদেজা নেন দু’টি। বাকি উইকেটটি আরেক স্পিনার জয়ন্ত যাদবের।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ৪০.১ ওভারে তোলে মাত্র ১০৫ রান। ওপেনার মুরালি বিজয় ১০ রানে সাজঘরে ফেরেন। তবে, আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ৬৪ রান। তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ৬ রানে বিদায় নেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর পর শূন্য রানে বিদায় নেন তিনি। ১০৪টি ইনিংস পর ভারতীয় ব্যাটিং জিনিয়াসকে ‘ডাক’ অভিজ্ঞতার সামনে দাঁড় করান অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক। ভুলে থাকার মতো মুহূর্তের শিকার হন কোহলি। বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান দ্বিতীয় বলেই আউট হয়ে যান।

আজিঙ্কা রাহানে করেন ১৩ রান। এছাড়া, অশ্বিনের ব্যাট থেকে আসে ১ রান। রিদ্ধিমান সাহা ০, রবীন্দ্র জাদেজা ২, জয়ন্ত যাদব ২, উমেস যাদব ৪, ইশান্ত শর্মা ১ রান করেন।

অজিদের চার বোলার বল করেন। পেসার মিচেল স্টার্ক দুটি উইকেট নেন। একটি উইকেট নেন আরেক পেসার জস হ্যাজেলউড। ছয়টি উইকেট তুলে নেন স্পিনার স্টিভ ও’কেফি। আর একটি উইকেট দখল করেন আরেক স্পিনার নাথান লিয়ন।

১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অজিরা। শুরুটা ভালো হয়নি তাদেরও। দলীয় ১০ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে কোনো রান আসেনি। দলীয় ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অজিরা। ৬১ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন চার নম্বরে নামা পিটার হ্যান্ডসকম্ব (১৯)। তিন ব্যাটসম্যানকেই ফেরান অশ্বিন।

এরপর জুটি গড়েন দলপতি স্টিভেন স্মিথ এবং ম্যাট রেনশ। চতুর্থ উইকেট জুটিতে ৫২ রান যোগ করেন তারা। দলীয় ১১৩ রানের মাথায় রেনশ ব্যক্তিগত ৩১ রানে জয়ন্ত যাদবের বলে ইশান্ত শর্মার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় দিন ৫৯ রানে অপরাজিত থাকা অজি দলপতি স্মিথ ব্যাটিংয়ে নামেন। ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৩১ রানে বিদায় নেন মিচেল মার্শ। ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ২০ রান। আর ৩০ রান করেন মিচেল স্টার্ক।

ভারতের হয়ে অশ্বিন ৪টি, জাদেজা ৩টি, উমেস যাদব ২টি আর জয়ন্ত যাদব ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।