ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিদ্ধান্তহীনতায় মিসবাহ, নেতৃত্বে আগ্রহী ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
সিদ্ধান্তহীনতায় মিসবাহ, নেতৃত্বে আগ্রহী ইউনিস মিসবাহ ও ইউনিস-ছবি:সংগৃহীত

পাকিস্তান টেস্ট দলে নিজের ভবিষ্যত সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেননি অধিনায়ক মিসবাহ উল হক। এমনটিই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। অন্যদিকে দলের আরেক সিনিয়র ক্রিকেটার ইউনিস খান জানিয়েছেন, প্রস্তাব পেলে নেতৃত্বে আগ্রহী তিনি।

এ প্রসঙ্গে শাহরিয়ার জানান, ‘শেষবার দুবাইতে আমি মিসবাহ’র সঙ্গে যখন দেখা করি, তখন সে তার ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে চিন্তা করবে বলে জানিয়েছিল। তবে এখনও সে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

ভবিষ্যত সম্পর্কে না বললেও দলের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন বলে নিশ্চিত করেছেন মিসবাহ, ‘ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে আমি সফর করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি কি সেখানে শুধুমাত্র খেলোয়াড় না অধিনায়ক হয়েই যাচ্ছি, সেটি বোর্ড বিবেচনা করবে। ’

এদিকে দলের ৩৯ বছর বয়সী আরেক সিনিয়র ব্যাটনসম্যান ইউনিস খান জানান, ‘যদি বোর্ড থেকে নেতৃত্বের কোনো প্রস্তাব আসে আমি অবশ্যই বিবেচনা করবো। ’

আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। এই সিরিজে আবার বড় একটি মাইলফলক অপেক্ষা করছে ইউনিসের জন্য। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান থেকে তিনি এখন মাত্র ২৩ রান দূরে।

ইউনিস আরও বলেন, ‘আমি এখনই অবসর নিতে চাই না। কারণ ক্রিকেটকে আমি এখনও উপভোগ করি। রানের জন্য আমার প্রচুর ক্ষুধা রয়েছে। ১০ হাজার রান করার পরও খেলে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।