শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তার হাতে এই ট্রফি তুলে দেন ইএসপিএন ক্রিকইনফো’র বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইশাম।
ভারতের ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গেল আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে কাঁপন ধরিয়েছিলেন মোস্তাফিজ।
তারপরেও ওই ম্যাচে বল হাতে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে এমন চোখ ধাঁধাঁনো পারফরমেন্সের জন্যই বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিংয়ের সেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার বাঁহাতি বোলিং বিস্ময়।
এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে সেরা নবাগত ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজ। এবার ক্রিকইনফোর জরিপে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগার বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি