সম্প্রতি ঘরের মাঠে রেকর্ড ১৩ টেস্টের ঘরোয়া মৌসুম শেষ করেছে ভারত। যেখানে চারটি সেঞ্চুরি ও ৬২.৬৬ গড় নিয়ে নিজ দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৩১৬ রান করেছেন পুজারা।
ভারতীয় জাতীয় দলের তিন ফরম্যাট মিলিয়ে যত ক্রিকেটার আছেন তার মধ্যে পুজারাই সবচেয়ে আলাদা। কেননা অন্য সবাই বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত। তবে ২০১৪ সালের পর আর আসরটিতে খেলার সুযোগ পাননি পুজারা।
এমনকি নিলামে ওঠানো হলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই তার প্রতি আগ্রহ দেখায়নি। যদিও এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন তিনি।
কিন্তু আইপিএলের বাইরে বর্তমানে ভারতে আর কোনোই খেলা হচ্ছে না। তাই বেকার সময়ই কাটাচ্ছেন ২৯ বছর বয়সী পুজারা। আর এ সময় তিনি ঘুরে বেড়াচ্ছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। নিজেকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করছেন। যার কারণে আইপিএলও দেখা হয় না তার।
কিছুটা বিরক্তের সুরেই পুজারা জানান, ‘সারাদিন ফিটনেস ও অনুশীলন নিয়েই কাজ করি। সন্ধ্যার সময় পরিবার অথবা বন্ধুদের সঙ্গে সময় পার করি। যার কারণে আমি টিভিতে আইপিএল দেখি না। এটা এমন না যে আমি এখানে নেই বলে দেখি না। আসলে মাঝেমধ্যে দেখতেই ভালো লাগে। বিশেষ করে যদি কেউ দেখে। ’
জাতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ এ ব্যাটসম্যান এখন পর্যন্ত দেশের হয়ে ৪৮টি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন। যেখানে ৫১.৩২ গড়ে ১১টি সেঞ্চুরিতে ৩ হাজার ৭৯৮ রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমএমএস