ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি হাঁকিয়ে আমলা করেন ১০৩ রান। তার ১১৫ বলের ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।
আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ২৩ রান। তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৭৫ রান। ৭০ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে নিজের ইনিংস সাজান প্লেসিস।
দলপতি এবিডি ভিলিয়ার্স ৪ রানে বিদায় নেন। ডেভিড মিলার করেন ১৮ রান। ক্রিস মরিস রান আউট হওয়ার আগে করেন ২০ রান। জেপি ডুমিনি ২০ বলে করেন অপরাজিত ৩৮ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি (২২টি) লঙ্কানদের পেসার লাসিথ মালিঙ্গা ২০১৫ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলতে নেমে ১০ ওভার বল করে ৫৭ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি। নুয়ান প্রদীপ দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন লাকমল ও সেকুজে প্রসন্ন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি