মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার নেটে ব্যাটিং করছেন। নেটের অদূরে আরেকজনকে নেটে দেখা গেলো মেহেদি হাসান মিরাজ মোসাদ্দেককে শর্ট বল দিচ্ছেন আর মোসাদ্দেক সুইপ শট খেলছে।
তাসকিন যেখানে দাঁড়িয়ে ব্যাটিং করছেন সেখানে বসে আছেন টাইগার পেসার রুবেল হোসেন। কী যেন ভাবছেন। কুশলাদি জিজ্ঞেস করেই জানতে চাইলাম, অস্ট্রেলিয়া ম্যাচ জিততে করণীয় কী? কিছুক্ষণ ভেবে মাঠের ঘাস তুলতে তুলতে বললেন, ‘এই ম্যাচে দুই একজন ভালো খেললে হবে না। আমাদের চার থেকে পাঁচজনকে এই কন্ডিশনে ভালো খেলতে হবে। কেননা আমাদের গ্রুপের তিনটা দলের মধ্যে অস্ট্রেলিয়া পেস বোলিংয়ে সবচেয়ে ভালো। ’
একথা শেষ না হতেই আবার নিজ দলের প্রশংসা, ‘আমাদের দলটা এখন নির্দিষ্ট কোন প্লেয়ারের উপরে নির্ভরশীল না। সবাই ভাল পারফর্মার। সবাই ম্যাচ উইনার। ’
এরপর আবার থেমে কী যেন ভাবতে শুরু করলেন। জানতে চাইলাম কী ভাবছেন? মাথা নিচু করে বললেন, ‘সামনের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পরের রাউন্ডে উঠতে হলে আমাদের এই দুইটা ম্যাচই জিততে হবে। ’
সঙ্গতই বলেছেন রুবেল। কেননা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যেতে পরবর্তী দুটি ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে অবশ্য অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। কেননা তাহলে দলে আত্মবিশ্বাস ফিরবে, যা দিয়ে নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে। আর সেটা না হলে.. বুঝতেই পারছেন! প্রসঙ্গত, বৃষ্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু’দলই ১ পয়েন্ট করে পায়।
যাই হোক, রুবেলের কথায় স্পষ্ট যে এই মুহূর্তে বাংলাদেশ দলের পরিকল্পনায় শুধুই অস্ট্রেলিয়া বধ, ‘আমাদের দলের পরিকলল্পনায় এখন ওইটাই। আর এই অনুযায়ী আমরা পেস বোলাররা সবাই বোলিং করবো। ’
তাহলে দেখা যাক সোমবার (৫ জুন) ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া বধে আঁঁকা নীল নকশার সঠিক বাস্তবায়ন টাইগাররা মাঠে কতুটুকু করে দেখাতে পারেন।
স্থাণীয় সময়: ০০০৯ ঘণ্টা, ৪ জুন, ২০১৭
এইচএল/এমআরএম