ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জুন ৪, ২০১৭
দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা-ছবি:সংগৃহীত

স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অপরাধ করায় শাস্তি পেতে হলো তাকে। আর নিষেধাজ্ঞার ফলে চলতি আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হবে না থারাঙ্গার।

এদিন প্রথম ইনিংসে নির্ধারিত সময় শেষেও চার ওভার বাকি ছিল শ্রীলঙ্কার। এ কারণে ম্যাচ শেষে থারাঙ্গার ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রয়োগ করেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন।

এদিকে আইসিসির এই সিদ্ধান্ত সরাসরি মেনে নিয়েছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের পরিবর্তে নেতৃত্বে থাকা থারাঙ্গা। ফলে তাকে শুনানিতে যেতে হয়নি।

স্লো ওভার রেটের বোলিংয়ে জন্য থারাঙ্গার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ম্যাচের মাঠের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার, থার্ড আম্পায়ার পল রেইফেল এবং চতুর্থ অফিশিয়াল ব্রুস অক্সেনফোর্ড। এদের সবাই আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।