০৫ জুন অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দলের কম্বিনিশন কেমন হওয়া উচিত তা নিয়ে মতামত প্রদান করেন হাবিবুল বাশার।
সাবেক অধিনায়ক এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাডেসর হাবিবুল বাশার জানিয়েছেন, ‘আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একজন বোলার কম নিয়ে কিছু কৌশলগত ভুল করেছে বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অফ-স্পিনার মেহেদি মিরাজকে একাদশে রাখা যেতে পারে। কারণ অনেক ওপেনার রয়েছে, যারা ইনিংসের শুরুতে স্পিনারদের খেলতে চায় না। তাই মিরাজকে খেলানো মোটেও খারাপ হবে না দলের জন্য। ’
ইংল্যান্ডের বিপক্ষে ৩৩০ রানের টার্গেট নিয়ে খেলতে নামা বাংলাদেশ ৮ ব্যাটসম্যানকে খেলিয়েছে। রান ওঠেছিল ৩০৫। তবে, বোলারদের ব্যর্থতায় ৮ উইকেট হাতে রেখেই চ্যালেঞ্জিং এই স্কোর টপকে যায় ইংলিশরা।
একজন অতিরিক্ত বোলার খেলানো আবশ্যক বলেও মনে করে হাবিবুল। আবহাওয়া থেকে কোনো প্রকার সহযোগিতা পাওয়া গেলে ৮ ব্যাটসম্যানের চেয়ে ৭ ব্যাটসম্যান খেলানোই ভালো হবে বলে মত তার।
হাবিবুল বাশার আরও যোগ করেন, ‘যদি বৃষ্টি না হয় তাহলে আগামী ম্যাচও ফ্ল্যাট পিচেই খেলা হবে। সেক্ষেত্রে আমি মিরাজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দেখতে চাই। মাশরাফি মিরাজ দিয়ে নতুন বলে বোলিং করাতে পারবে। আর বল যখন পুরাতন হবে, তখন তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যাবে। বাংলাদেশের অবশ্যই পাঁচ বোলার নিয়ে মাঠে নামা উচিৎ। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৪ জুন ২০১৭
এমআরপি