ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ানের বিদায়ে উইকেটে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
ধাওয়ানের বিদায়ে উইকেটে কোহলি ছবি: সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ২৫তম ওভারে এসে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তান। বিদায় নেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

এ রিপোর্ট লেখা অবধি ভারত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ১৩৮ রান। রোহিত শর্মা ৬৫ রানে অপরাজিত আছেন, সঙ্গী বিরাট কোহলি।

ইনিংসের ২৫তম ওভারে দলীয় ১৩৬ রানের মাথায় বিদায় নেন শিখর ধাওয়ান। সাহদাব খানের বলে আজহার আলির তালুবন্দী হন তিনি। এর আগে ৬৫ বলে ৬টি চার আর একটি ছক্কায় তিনি করেন ৬৮ রান।

লন্ডনে সন্ত্রাসী হামলার পর বার্মিংহামে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হয় ভারত-পাকিস্তান ম্যাচ। বার্মিংহামে ‘বি’ গ্রুপের আর চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের দলপতি সরফরাজ আহমেদ। ভারতের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির মেডেন ওভার দিয়ে শুরু করেন।

ভারতের বিপক্ষে এ পর্যন্ত ১২৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৭২টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর ভারতের সুযোগ মিলেছে ৫১ বার। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বিশ্বমঞ্চে পাকিস্তান কেন জানি ভারতের কাছে কাবু হয়ে যায়। তবে চ্যাম্পিয়নস ট্রফিতেই কিছুটা আলাদা। দু’দল চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এখন পর্যন্ত তিনবার মুখোমখি হয়েছে। যেখানে পাকিস্তান দুটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। ২০০৪ ও ২০০৯ আসরে জয় পায় পাকিস্তান। তবে সর্বশেষ ২০১৩ সালে ভারত প্রথমবার জয় তুলে নেয়।

ভারত এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছে। এই টুর্নামেন্টে দলটি দু’বার শিরোপা ঘরে তোলে। তবে এখনও ভাগ্যে ট্রফির লিখন হয়নি পাকিস্তানের। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও খেলা হয়নি তাদের।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও উমেস যাদব।

পাকিস্তান: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহদাব খান ও হাসান আলী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।