ফলে আবার মাঠে খেলা গড়ানোর সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্থানীয় সময় রাত ৮টায় আম্পায়াররা এসে মাঠ পরিদর্শন করবেন।
এর আগে সোমবার (৫ জুন) কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে দিনের প্রথম বৃষ্টি হানা দিয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষে। তখন অবশ্য গুঁড়ি গুঁড়ি নামছিলো। আর দ্বিতীয় দফায় হানা দিল ১৬ ওভার শেষে।
কিন্তু দ্বিতীয় দফার বৃষ্টির মাত্রা দিনের প্রথম দফার তুলনায় বেশ ভারী ছিল বলেই কাভার দিয়ে উইকেট ও আউট ফিল্ড ঢেকে দেয়া হয়েছিল।
তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আবার যে কোন সময় হানা দিবে। কিন্তু তাতে আর শেষ রক্ষা হবে না বাংলাদেশের। কেননা ম্যাচ যদি ২০ ওভার পর্যন্তও গড়ায় তাহলে কিন্তু বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ারই জিতে যাবে। সেইক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির আশাও শেষ হয়ে যাবে।
আর তার আগেই যদি আবার বৃষ্টি শুরু হয়ে ম্যাচ পরিত্যাক্ত হয় তাহলে দুই দলের মধ্যকার পয়েন্ট সমান ভাগাভাগি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ১টি পয়েন্ট পাবে আর অস্ট্রেলিয়া পাবে ১টি।
আর তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আশা টিকে থাকবে।
বাংলাদেশ সময়: ২৪৫৪ ঘণ্টা, ৬ জুন ২০১৭
এইচএল/এমএমএস