চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয় বাংলাদেশ। স্বাগতিক আইরিশদের হারানোর পাশাপাশি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও হারিয়ে দেয় মাশরাফির দল।
নিজেদের প্রথম ম্যাচে ৩০০ ছাড়ানো ইনিংস থাকার পরও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হারতে হয়েছিল লাল-সবুজদের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে বৃষ্টির কারণে ফল পাওয়া যায়নি।
ধারাবাহিক পারফর্ম করা টাইগারদের প্রসঙ্গে বলতে গিয়ে ফ্লেমিং জানান, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ এই টুর্নামেন্টে মাশরাফির নেতৃত্বে আরও ভালো কিছু দেখাবে। অবশ্যই আরও উন্নতি করবে বাংলাদেশ। তারা ইতোমধ্যেই তার প্রমাণ রেখেছে। বিশ্ব ক্রিকেটে তারা ছয় নম্বরে অবস্থান নিয়েছে। ’
কিউইদের এই মহাতারকা আরও যোগ করেন, ‘দুই-তিন বছর আগে দেখা যেত যেকোনো টুর্নামেন্টে বাংলাদেশ একটি ম্যাচ ভালো করলেই উধাও হয়ে যায়। কিন্তু, এখন তাদের সময় বদলেছে। তারা নিজেদের বাজে দিনগুলো পার করে এসেছে। ’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ০৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের গ্রুপের শেষ ম্যাচটি যে করেই হোক জিততে চাইবে তামিম-সাকিব-মুশফিক-মাশরাফি-মোস্তাফিজ-মাহমুদুল্লাহরা। তবে, নিজেদের বাঁচাতে ছেড়ে কথা বলবে না কেন উইলিয়ামসনের নেতৃত্বে আসা নিউজিল্যান্ড।
ফ্লেমিং এর মতে, ‘নিউজিল্যান্ড যতই ফেভারিট হোক না কেন, এই বাংলাদেশ কিন্তু তাদের হারানোর শক্তি রাখে। সেমি ফাইনালে যেতে তারা চাইবে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে। বাংলাদেশ জানে কোথায় আমার দুর্বলতা, কোথায় আমাকে আঘাত করতে হবে। কারণ তারা আগের থেকে আরও বেশি ভালো পারফর্ম করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ আরও তিন দিন সময় হাতে পাচ্ছে। শেষ ম্যাচে নিজেদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ। ’
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৬ জুন ২০১৭
এমআরপি