ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে ইংলিশরা। ফলে, বাংলাদেশকে হারানোর পর এই ম্যাচের জয় স্বাগতিকদের সেমিফাইনালে তুলে দিল।
 

‘এ’ গ্রুপের এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন। আগে ব্যাট করে ইংলিশরা ৪৯.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩১০ রান।

জবাবে, ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ২২৩ রান।
 
ইংলিশ ওপেনার জ্যাসন রয় ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন। আরেক ওপেনার অ্যালেক্স হেলস করেন ৫৬ রান। তিন নম্বরে নামা জো রুটের ব্যাট থেকে আসে ৬৪ রান। দলপতি ইয়ন মরগান করেন ১৩ রান। অলরাউন্ডার বেন স্টোকস ৫৩ বলে করেন ৪৮ রান। মঈন আলি ১২, আদিল রশিদ ১২, লিয়াম প্লাংকেট ১৫ রান করে সাজঘরে ফেরেন। জস বাটলার ৪৮ বলে দুটি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ৬১ রান।
 
নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে তিনটি, কোরি অ্যান্ডারসন তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার আর ট্রেন্ট বোল্ট। শেষ ওভারে পর পর দুটি উইকেট তুলে নেওয়া টিম সাউদি নেন দুটি উইকেট।
 
৩১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার লুক রঞ্চি ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন। আরেক ওপেনার মার্টিন গাপটিল করেন ২৭ রান। দলপতি কেন উইলিয়ামসন ৯৮ বলে ৮টি চারের সাহায্যে করেন ইনিংস সর্বোচ্চ ৮৭ রান। রস টেইলরের ব্যাট থেকে আসে ৩৯ রান। মিডলঅর্ডার আর লোয়ারঅর্ডার মিলে ২২৩ রান পর্যন্ত তুলতে সক্ষম হয়।
 
ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন  লিয়াম প্লাংকেট। এছাড়া, জ্যাক বল ২টি, আদিল রশিদ ২টি, মার্ক উড ১টি আর বেন স্টোকস ১টি উইকেট তুলে নেন।
 
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।