‘এ’ গ্রুপের সবশেষ ম্যাচটিতে ইংল্যান্ডের কাছে কিউইরা ৮৭ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট সমান ১।
শুক্রবার (৯ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। পরদিন একই সময়ে বার্মিংহামের এবজাস্টনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে অজিদের মোকাবেলা করবে স্বাগতিকরা।
সেমিতে উঠতে হলে বাংলাদেশের সামনে এখন ‘মাস্ট উইন গেম’। বলা বাহুল্য, চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে ওঠার গৌরব অর্জন করে মাশরাফির দল।
নিউজিল্যান্ড ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায় তবুও সেমিতে কোয়ালিফাই হতে পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম ২১ রানের ব্যবধানে অথবা ৪৭ ওভারের মধ্যে জিততে হবে ইংল্যান্ডকে।
সেক্ষেত্রে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে সমান ২। নেট রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠে আসবে টাইগাররা। প্রসঙ্গত, এবারের আসরে এখন পর্যন্ত বৃষ্টির কারণে দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দু’টিতেই ছিল অস্ট্রেলিয়া। একটিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, অন্যটিতে বাংলাদেশ।
কিন্তু, ইংল্যান্ডের বিপক্ষে যদি অজিরা জিতে যায় তারা চলে যাবে শেষ চারে। দু’দলের পয়েন্ট হবে সমান ৪। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। অাবার যদি বাংলাদেশ জিতে আর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় তবে ইংল্যান্ডের সঙ্গী হবে বাংলাদেশ। বিদায় নেবে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
এক্ষেত্রে বাংলাদেশের সমান তিন পয়েন্ট হলেও তা পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়ায় অজিদের নেট রান রেট খালিই থাকবে। দু’টি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হলে ১ পয়েন্ট এগিয়ে থেকে ইংলিশদের সঙ্গী হবে অস্ট্রেলিয়া। বিদায় নেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
তাই বাংলাদেশ সমর্থকদের একটাই প্রার্থনা, টাইগারদের জয় এবং ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হার। যদি সব সমীকরণ পক্ষে আসে প্রথমবারের মতো আইসিসির কোনো মেগা ইভেন্টে সেমিফাইনাল খেলবে লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ৭ জুন, ২০১৭
এমআরএম