ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হতাশাজনক সাংবাদিকতায় বিরক্ত শেন ওয়ার্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ৭, ২০১৭
হতাশাজনক সাংবাদিকতায় বিরক্ত শেন ওয়ার্ন শেন ওয়ার্ন

চ্যাম্পিয়নস ট্রফি শেষে ভারতের বর্তমান হেড কোচ অনিল কুম্বলের এক বছরের চুক্তি শেষ হবে। গত মাসে ভারতের কোচ পদে আগ্রহীদের আবেদন করতে আমন্ত্রণ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

এ প্রক্রিয়ায় শুধুমাত্র কুম্বলেকে সরাসরি যুক্ত করা হয়। কারণ, বর্তমান দলটিতে তিনি কোচ হিসেবে যুক্ত থাকায় নতুন করে তাকে আবেদন করতে হচ্ছে না।

বিসিসিআই কোচের বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই অনেকে আগ্রহ দেখিয়ে নিজেদের নাম তুলে ধরছেন। কুম্বলে, রিচার্ড পাইবাস, টম মুডি, লালচান্দ রাজপুত, ডোড্ডা গণেশ ও ক্রেইগ ম্যাকডারমটের সঙ্গে কোচের পদে আবেদন করে লড়তে যাচ্ছেন ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ। এদিকে, গুঞ্জন উঠে-অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন!

ওয়ার্ন নাকি জানিয়েছেন, তাকে কোচ করানোর মতো পয়সা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে নেই, ‘আমি অত্যন্ত দামী। আমার মনে হয় না বিসিসিআই আমার খরচ দিতে পারবে। বিরাট কোহলির সঙ্গে আমার ভালো পার্টনারশিপ গড়ে উঠতে পারে। কিন্তু আগেই বললাম, আমি অনেক দামী, খুবই দামী। ’

অস্ট্রেলীয় স্পিন কিংবদন্তির এমন মন্তব্যে বেশ হইচই হচ্ছিল। ওয়ার্ন পরে টুইট করেছেন, ‘এটা ছিল শুধুই কথার কথা। ব্যাপারটা পত্রিকা পর্যন্ত যাবে, সেটা বুঝিনি। এমন অনানুষ্ঠানিক একটি মন্তব্যকে ফুলিয়ে ফাঁপিয়ে সংবাদ বানানো ‘হতাশাজনক সাংবাদিকতা’।

ওয়ার্ন আরও একটি টুইটে লিখেছেন, ‘আমি লিফটে ছিলাম। সেখানেই একজন জানতে চাইল কোচ হতে চাই কি না। কথার কথা হিসেবে বললাম, আমার যা বেতন, তা দেওয়ার সাধ্য ভারতের নেই। ব্যস এতটুকুই। কিন্তু, আমি আর কোহলি একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারতাম, এটা পুরো বানোয়াট উদ্ধৃতি। আমি এমনটা কাউকে বলিনি। খুবই হতাশাজনক সাংবাদিকতা। ’

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণকে নিয়ে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার পরিচালনা করবেন এবং আবেদনকারীদের উপস্থাপনা দেখবেন। গত বছরের জুনে কুম্বলেকে কোচ করার প্রক্রিয়াতেও সরাসরি যুক্ত ছিল এই কমিটি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা,  জুন ০৭, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।