ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড পার্টনারশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ৯, ২০১৭
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড পার্টনারশিপ ছবি: সংগৃহীত

শুরুর ধাক্কা সামলে অনবদ্য পার্টনারশিপে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় উপহার দিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। অতিমানবীয় ব্যাটিংয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র।

দলীয় ৩৩ রানে চার উইকেট হারানোর পর সাকিব-মাহমুদউল্লার অভাবনীয় রেকর্ড ২২৪ রানের জুটিতে ভর করে নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের টার্গেট পাঁচ উইকেট ও ১৬ বল হাতে রেখে টপকে গেছে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দৌড়ে টিকে থাকার ম্যাচটি অবিস্মরণীয় করে রাখলো লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগের কীর্তিটি ছিল তামিম-মুশফিকের (১৭৮)। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে।

তার আগে দেশের জার্সিতে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ডের জন্ম দেন সাকিব ও মাহমুদউল্লাহ (ওয়ার্ল্ড ক্রিকেটে সব মিলিয়ে তৃতীয়তম)।  আগেরটিতেও ছিলেন সাকিব। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রানের জুটিতে তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম।

সাকিব-মাহমুদউল্লাহর বিরল পার্টনারশিপ পূর্ণতা পায় দু’জনের সেঞ্চুরির মধ্য দিয়ে। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে শতক উদযাপন করেন সাকিব। মাহমুদউল্লাহর তৃতীয়।

মহাকাব্যিক ইনিংসের পর জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন সাকিব (১১৪)। শতক হাঁকিয়ে জয় নিশ্চিত করেই সতীর্থদের বাঁধভাঙা উদযাপনে সিক্ত হন ১০২ রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ৯ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।