ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালে কে হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
সেমিফাইনালে কে হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ? ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সেমিফাইনাল ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ। এটি শুধুমাত্র টাইগারদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জনই নয়, আইসিসির কোনো ইভেন্টে প্রথমবার শেষ চারে জায়গা করে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল?

গ্রুপ ‘এ’ থেকে রানারআপ হয়ে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। যেখানে গ্রুপ ‘বি’তে থাকা ভারত অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই শেষ চারের খেলায় লড়তে হতে পারে মাশরাফি ও তার দলকে।

যেটি অনুষ্ঠিত হবে ১৫ জুন বার্মিংহামে।

এদিকে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড। ফলে স্বাগতিকদের খেলতে হতে পারে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার মধ্যকার যে কোনো এক দলের বিপক্ষে।

শেষ চারের লাইনআপ প্রস্তুত হবে আজ ও কালকের ম্যাচের ফলাফলের পর। তবে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার প্রতিপক্ষ হওয়ারও ক্ষীণ সুযোগ রয়েছে বাংলাদেশের। এ ক্ষেত্রে দু’দলের ম্যাচে যদি কেউ বড় ব্যবধানে জিততে পারে তবেই হবে। কেননা ‘বি’ গ্রুপে তারা রয়েছে তলানিতে।

আজ (১১ জুন) নিজেদের গ্রুপে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লড়বে ভারতের বিপক্ষে। আর আগামীকাল শ্রীলঙ্কার মুখোমখি হবে পাকিস্তান। এই গ্রুপের প্রত্যেক দলই একটি করে জয় ও হার বরণ করেছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১১ জুন, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।