ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তারকা শূন্য ইংলিশ টি-২০ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ১২, ২০১৭
তারকা শূন্য ইংলিশ টি-২০ দল বিশ্রামে বেন স্টোকস-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দেল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে এই দলে পাঁচজনকেই নেওয়ার হয়েছে যারা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেননি। পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে দলের তারকাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শুরু হবে সিরিজটি।

নতুন ডাক পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন, লিয়াম লিভিংস্টোন, ম্যাসন ক্যারনে, দাউইদ মালান, টম কারান ও ক্রেইগ ওভারটন।

সংক্ষিপ্ত ফরম্যাটের এই দলে বিশ্রামে পাঠানো হয়েছে দলের বেশ কয়েকজন তারকাকে।

যাদের মধ্যে রয়েছেন জো রুট, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ ও জ্যাক বল। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাইমাল মিলস। তবে নিয়মিত অধিনায়ক ইয়ন মরাগান নেতৃত্বে থাকবেন।

ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য), স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ম্যাসন ক্যারনে, দাউইদ মালান, টম কারান, ক্রেইগ ওভারটন (সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য), লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিম প্লাঙ্কেট, জেসন রায়, ডেভিড উইলি, মার্ক উড (সিরিজের প্রথম ম্যাচের জন্য)।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।