বিসিবির কোচ হচ্ছেন জয়াবর্ধনে-ছবি:সংগৃহীত
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে খুব দ্রুতই দেখা যেতে পারে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে। হাই পারফরম্যান্স ইউনিটের জন্য যতজন ক্রিকেট সংশ্লিষ্টের নাম আছে, তার মাঝে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে জয়াবর্ধনের নাম।
শিগগির তাই বাংলাদেশে কোচিং করাতে দেখা যেতে পারে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
জয়াবর্ধনে বাংলাদেশে আসলে তার দায়িত্ব থাকবে ক্রিকেটারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা।
আগামী বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে হাই পারফরম্যান্স বা এইচপি ইউনিটের কাজ শুরু করছে বিসিবি। জয়াবর্ধনের মতো নামী ক্রিকেটারের এতে অন্তর্ভূক্তি তাই দেশের ক্রিকেটের জন্য সুসংবাদই নিয়ে আসবে।
২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক। ইতোমধ্যে ইংল্যান্ড জাতীয় দল এবং ঘরোয়া টি-২০ লিগের পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে কোচিং করিয়ে শিরোপাও জিতিয়েছেন জয়াবর্ধনে। ২০১৭-১৮ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সের কোচিং করাতেও দেখা যাবে তাকে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।