ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে চোট শঙ্কায় রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
বাংলাদেশের বিপক্ষে চোট শঙ্কায় রোহিত বাংলাদেশের বিপক্ষে চোট শঙ্কায় রোহিত-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেলেও রোহিত শর্মাকে নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি ভারতের। তার চোটের দিকে নিয়মিত ভাবে নজর রাখা হচ্ছে। প্রোটিয়াদের বিপুক্ষে মরণবাঁচন ম্যাচের আগের দিন প্র্যাকটিস নেটে ব্যাট করতে ঢোকেন অনেক পরের দিকে।

কিন্তু টিম সূত্রে সোমবার নিশ্চিত হওয়া গিয়েছে যে, তিনি একশো শতাংশ ফিট নন। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টকে রোহিত জানিয়েছেন, তিনি ডান পেশীর পেছন দিকটাতে ব্যথা অনুভব করছেন।

সেখানেই আগেই অস্ত্রোপচার হয়েছিল তার। সেই কারণেই বেশি করে সাবধানতা নেওয়ার কথা উঠছে।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করিয়ে তৈরি রাখা হয়েছিল দীনেশ কার্তিককে। যদি কোনও কারণে রোহিত না খেলতে পারতেন তা হলে কার্তিক হতেন তার পরিবর্তন। বার্মিংহামেও একই জিনিস চলতে পারে। নেটে ব্যাট করিয়ে তৈরি রাখা হবে কার্তিককে। কিন্তু রোহিত যদি আশি শতাংশ ফিটও থাকেন, তিনিই খেলবেন।  

বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে যেখানে তার রেকর্ড খুব ভালো। ২০১৫ বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচে সেঞ্চুরি করে ভারতের জয়ের নায়ক ছিলেন তিনি।  

আগামী ১৫ জুন আসরের দ্বিতীয় সেমিফাইনালে বার্মিংহামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।