কিন্তু টিম সূত্রে সোমবার নিশ্চিত হওয়া গিয়েছে যে, তিনি একশো শতাংশ ফিট নন। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টকে রোহিত জানিয়েছেন, তিনি ডান পেশীর পেছন দিকটাতে ব্যথা অনুভব করছেন।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করিয়ে তৈরি রাখা হয়েছিল দীনেশ কার্তিককে। যদি কোনও কারণে রোহিত না খেলতে পারতেন তা হলে কার্তিক হতেন তার পরিবর্তন। বার্মিংহামেও একই জিনিস চলতে পারে। নেটে ব্যাট করিয়ে তৈরি রাখা হবে কার্তিককে। কিন্তু রোহিত যদি আশি শতাংশ ফিটও থাকেন, তিনিই খেলবেন।
বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে যেখানে তার রেকর্ড খুব ভালো। ২০১৫ বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচে সেঞ্চুরি করে ভারতের জয়ের নায়ক ছিলেন তিনি।
আগামী ১৫ জুন আসরের দ্বিতীয় সেমিফাইনালে বার্মিংহামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস