আট দলের এ আসরটিতে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। যেখানে সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ব্যাটে টাইগারদের হয়ে অসংখ্য রেকর্ডের মালিক তামিম সম্পর্কে বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তামিম ভূমিকা রাখতে পারেনি। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ছিলো ভয়ঙ্কর। আর সেমিতে ভারতের বিপক্ষেও এমন একটি ইনিংস দরকার। সে ইংলিশদের বিপক্ষে ১২৮ রান করেছে, যেখানে অজিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৯৫ রান।
এই একাদশে তামিমের সঙ্গে ওপেনার হিসেবে আছেন ভারতের শিখর ধাওয়ান। একাদশের অন্যরা হলেন, কেন উইলিয়ামসন, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), আদিল রশিদ, হাসান আলী, জস হ্যাজেলউড, মরনে মরকেল। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস