ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম-ছবি:সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। উইকেটে রান করতে বাঁহাতি এ তারকা এখন আরও বেশি পরিণত। নিজেকে একের পর এক উচ্চতায় নিয়ে যাওয়া তামিম এবার চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে সুযোগ পেয়েছেন।

আট দলের এ আসরটিতে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। যেখানে সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

অন্য সেমিতে স্বাগতিক ইংল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে। তবে এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে একটি একাদশ সাজিয়েছেন। যেখানে ওপেনার হিসেবে রয়েছেন তামিম। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ব্যাটে টাইগারদের হয়ে অসংখ্য রেকর্ডের মালিক তামিম সম্পর্কে বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তামিম ভূমিকা রাখতে পারেনি। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ছিলো ভয়ঙ্কর। আর সেমিতে ভারতের বিপক্ষেও এমন একটি ইনিংস দরকার। সে ইংলিশদের বিপক্ষে ১২৮ রান করেছে, যেখানে অজিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৯৫ রান।  

এই একাদশে তামিমের সঙ্গে ওপেনার হিসেবে আছেন ভারতের শিখর ধাওয়ান। একাদশের অন্যরা হলেন, কেন উইলিয়ামসন, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), আদিল রশিদ, হাসান আলী, জস হ্যাজেলউড, মরনে মরকেল। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।