২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইগারদের বিপক্ষে যাওয়া পাকিস্তানের আলিম দার ও ইংলিশ ইয়ান গোল্ডের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত আলোচনার ঝড় তুলেছিল। সেই থেকে এ দুই আম্পায়ারের বিপক্ষে অবস্থান বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের!
আগামী ১৪ জুন (বুধবার) অনুষ্ঠেয় ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিতে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পেয়েছেন মারাইস ইরাসমাস ও রড টাকার।
পরদিন একই সময়ে বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচ। মাঠের আম্পারিংয়ে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেরা। থার্ড আম্পায়ার নাইজেল লং ও চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংফোর্থ। ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এ ম্যাচে ধর্মসেনা ছাড়া প্রত্যেক ম্যাচ অফিসিয়ালই ব্রিটিশ।
১৮ জুনের ফাইনাল কারা পরিচালনা করবেন তা এখনো প্রকাশ করেনি আইসিসি।
প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে গ্রুপপর্বে বাংলাদেশের কোনো ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব পাননি আলিম দার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিতে ছিলেন ইয়ান গোল্ড।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমআরএম