ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেনীর মানুষ বড় পর্দায় দেখবেন ভারত-বাংলাদেশ লড়াই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
ফেনীর মানুষ বড় পর্দায় দেখবেন ভারত-বাংলাদেশ লড়াই

ফেনী: ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার (১৫ জুন) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তুমুল উত্তেজনাকর এ ম্যাচটি ফেনীর ক্রিকেটপ্রেমী দর্শকের জন্য বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে ফেনী ন্যাশনাল কলেজ।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে কলেজটির আয়োজনে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাটি প্রদর্শন করা হবে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে খেলাটি।

এক পর্দায় খেলা দেখবে ফেনীর ক্রিকেট প্রেমী হাজার হাজার দর্শক। আয়োজক ফেনী ন্যাশনাল কলেজের পরিচালক মোঃ মাঈন উদ্দিন জানান, খেলাটি ফেনীর ক্রিকেটপ্রেমী দর্শকরা যাতে একসাথে উপভোগ করতে পারে, সেজন্য আয়োজনটি করা হয়েছে। ক্রীড়ামোদি দর্শকদের শহীদ মিনারে বড় পর্দায় খেলা উপভোগ করার আমন্ত্রন জানিয়েছেন তিনি। একইসঙ্গে খেলাটি নির্বিঘ্নে দর্শকরা যাতে উপভোগ করতে পারেন, সেজন্য বিদ্যু কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন মাঈন উদ্দিন।

বাংলাদেশ সময়:০৬১২ ঘন্টা, জুন ১৪, ২০১৭
এসএইচডি/ইইউডি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।