রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের শেষ আটে ইয়র্কশায়ারের বিপক্ষে ১২১ রানের ঝলমলে ইনিংস উপহার দেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস। সারের ৩১৩ রানের জবাবে ২৮৯ করতে সমর্থ হয় গ্যারি ব্যালান্সের দল।
চলতি মৌসুম শেষেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন কুমার সাঙ্গাকারা। ফর্মের তুঙ্গে থেকে সময়টা উপভোগ করছেন। বয়সটা তার কাছে কেবলই একটা সংখ্যা মাত্র! ৩৯ বছর বয়সেও সাবলীল ব্যাটিংয়ে সাঙ্গার ব্যাটে যেন রানের ফোয়ারা বইছে। এবারে কাউন্টি সিজনে এটি তার অষ্টম সেঞ্চুরি (ওয়ানডে ও প্রথম শ্রেণির চারদিনের ম্যাচ মিলিয়ে)।
লিস ‘এ’ ক্রিকেট (ওয়ানডে) ৩৯ নম্বর সেঞ্চুরিতে অনন্য মাইলফলকে নাম লেখান আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজারের বেশি রানের মালিক সাঙ্গাকারা। এখন পর্যন্ত ৫২৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৩৫০ রান। ব্যাটিং গড় ৪৩.৫৮। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে ৬১টি সেঞ্চুরি। রান ২৫৬ ম্যাচে ৫১.৪৫ গড়ে ২০৩২৬।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ১৪ জুন, ২০১৭
এমআরএম