এক সাক্ষাৎকারে বাশার বলেন, ‘কারো জায়গাই স্থায়ী নয়। যদি কেউ ধারাবাহিকতায় ব্যর্থ হয় অবশ্যই আরেকজন খেলোয়াড় তার জায়গায় আসবে।
সম্প্রতি ভক্ত-সমর্থকসহ সাবেক ক্রিকেটাররা দলের কিছু পজিশন নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু এক্ষেত্রে দৃঢ়ভাবে অসম্মতি জানিয়েছেন বাশার। টিমের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি, ‘হ্যাঁ, টিমের কয়েকটি জায়গা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আমি মনে করি এই দলটিই ভালো করছে এবং বর্তমানে বড় ধরনের পরিবর্তনের সুযোগ নেই। ’
‘নির্বাচকদের হাত জোরদার করতে দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে। মূল বিষয় হচ্ছে সবসময় তৈরি থাকতে হবে কারণ কখন কার ওপর পরিবর্তন আসবে তা কেউ জানে না। ’-যোগ করেন বাশার।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট সেমিফাইনাল খেলার আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরে এখন অস্ট্রেলিয়া সিরিজে চোখ রাখছে টিম বাংলাদেশ। অজিদের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে টাইগাররা।
আগামী ২৭ আগস্ট প্রথম টেস্ট ও চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ওই মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন তামিম-সাকিব-মুশফিকরা।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ২৩ জুন, ২০১৭
এমআরএম